
		ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস-এর প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এছাড়া রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা চালিয়েছে ইসরাইল। রাতের আঁধারে চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম সিএনএন। শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, রাজধানী তেহরানে আইআরজিসি-এর সদর দপ্তরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। সালামি ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধ শুরুর সময় রেভল্যুশনারি গার্ডস-এ যোগ দেন। সেনাবাহিনীতে উন্নতি করতে করতে তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কঠোর বক্তব্যের জন্য পরিচিত হয়ে ওঠেন। ২০০০ সালের পর থেকে তাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকার কারণে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। ২০২৪ সালে যখন ইরান প্রথমবারের মতো সরাসরি সামরিক হামলা চালায় ইসরায়েলের ওপর তখন তিনি ছিলেন রেভল্যুশনারি গার্ডস-এর প্রধান। ওই হামলায় ইরান ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সম্প্রতি ইসরাইলের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোর প্রেক্ষিতে, সালামি বৃহস্পতিবার বলেছিলেন, ইরান যেকোনো পরিস্থিতি, অবস্থা ও সম্ভাবনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা যুদ্ধ-কষাঘাত সহ্য করা ও অভিজ্ঞ জাতি।
মন্তব্য করুন