মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইরানের সামরিক স্থাপনায় হামলা করে কেন বড় ঝুঁকি নিলো ইসরাইল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৩:১৮ পিএম

হামাস, হিজবুল্লাহ, সিরিয়াকে দুর্বল করার পর এবার ইরানে বড় হামলা চালালো ইসরাইল। শুক্রবার (১৩ জুন) দিনের আলো ফোটার আগেই ইরানের বেশ কিছু সামরিক স্থাপনা, পারমানবিক কেন্দ্র এবং রাজধানী তেহরানের আবাসিক এলাকায় হামলা করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদপুষ্ট রাষ্ট্র ইসরাইল। ইসরাইলি বিমান হামলায় তেহরানে নিহত হন বেশ কিছু শিশু নারী।

তেহরানের পাশাপাশি উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ, পশ্চিম ইরানের কেরমানশাহ, ইলাম, আহভাজ, মধ্য ইরানের আরাক, ইস্ফাহান এবং নাতাঞ্জ পরমানু কেন্দ্রে হামলা চালায় ইসরাইল। এবারের হামলা ছিলো টার্গেট কিলিং, যেখানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমানবিক বিজ্ঞানীদের হত্যা করা হয়। ইসরাইলি হামলায় নিহত হন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী- আই'আর'জি'সি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল বাকেরি, দেশটির কৌশলগত সামরিক ঘাঁটি খাতামুল আম্বিয়া কমান্ডার জেনারেল গোলাম আলী রাশিদ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যাডমিরাল আলী শামখানি, ইরানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক . মোহাম্মদ মেহেদি তেহরানচি, ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি-দাভানি-সহ বেশ কিছু শীর্ষ কর্মকর্তা।

আগেই বলা হয়েছে, এবারের হামলাগুলো ছিলো টার্গেট কিলিং। তাই রাজধানী তেহরানের বিভিন্ন আবাসিক ভবনে হামলার খবর পাওয়া যায়। শক্রবার শেষ রাতে ইরানে হামলা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, অভিযানের লক্ষ্য হল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা। যতদিন প্রয়োজন, ততদিন হামলা অব্যাহত থাকবে বলেও জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী।

এদিকে, ইরানের পারমাণবিক শক্তি প্রধান নিশ্চিত করেন: দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর অন্যতম নাতাঞ্জ এর চুল্লি ধ্বংস হয়েছে। তবে নাতাঞ্জ ফোরদু পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ কাঠামোয় কোন ক্ষতি হয়নি।

তেহরানে হামলা শুরুর পর, ইসরাইল ইরান, দুদেশই নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।

ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইরানের সেনাবাহিনী বিবৃতিতে জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে দেশের ভেতরে একাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরাইল। এখন পর্যন্ত আমরা যুদ্ধের পথ খোলার বিষয়টি এড়িয়ে চলেছি, কিন্তু সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) একসঙ্গে এই জঘন্য আগ্রাসন এবং আমাদের শহীদ ভাইদের পবিত্র রক্তপাত সহ্য করবে না। নেতানিয়াহুকে একটি তিক্ত শিক্ষা দেওয়া হবে। বিবৃতিতে, ইরানী জনগনকে শান্ত থাকারও আহবান জানানো হয়। পরবর্তী ফলাফলসমূহ যথাসময়ে ইরানি জাতিকে জানানো হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

এদিকে, ইসরাইলের আগ্রাসন সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীও গুরুত্বপূর্ণ বার্তা দেন। বার্তায় তিনি বলেন, শত্রুদের আক্রমণে কয়েকজন কমান্ডার এবং বিজ্ঞানী শহীদ হয়েছেন। তাদের উত্তরসূরী এবং সহকর্মীরা অবিলম্বে তাদের দায়িত্ব পালন শুরু করবেন, ইনশাআল্লাহ। এই অপরাধের মাধ্যমে ইসরাইল নিজেদের জন্য একটি তিক্ত যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে এবং নিশ্চিতভাবেই তারা সেই পরিণতি ভোগ করবে।

বিশ্লেষক, সমরবিদ এবং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মতে, সিরিয়া , হামাস, হিজবুল্লাহকে দুর্বল করার পর এখন ইসরাইলের প্রধান থ্রেট ইরান। আর ইরানের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের মূল উৎস পারমানবিক উন্নতি। ইরানের সাথে ইসরাইলের গায়ে পড়ে যুদ্ধে জড়ানোর মূল উদ্দেশ্য ইরানের পারমানবিক সক্ষমতা থেকে দূরে রাখা। তবে, ইরানও যে কোন ত্যাগ স্বীকারের মাধ্যমে পারমানবিক সক্ষমতা এবং উন্নতি চালিয়ে যেতে বদ্ধপরিকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর