মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাংলাদেশি বিমানের বেঁচে ফেরার গল্প

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:৩০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৩৫ এএম

টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় দুই চিরশত্রু ইসরায়েল ইরানের মধ্যে উত্তাল সম্পর্কের এক নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। প্রতি রাতেই আকাশজুড়ে ক্ষেপনাস্ত্র হামলার ঢেউ দেখে অঞ্চলের অনেকেই এখন একটি বড় সংঘাতের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ঠিক এমন পরিস্থিতির মধ্যেই ঢাকা থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে সৌদি আরবের উদ্দেশে উড়াল দেয় একটি বাংলাদেশি বিমান। বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইনাম তালুকদার। কিন্ত মাঝ আকাশেই ইরান থেকে ইসরায়েলে ছোড়া মিসাইলের মুখে পড়ে বিমানটি। ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে যেভাবে রক্ষা পেলেন তারই অভিজ্ঞতার কথা জানান পাইলট নিজেই।

”নির্ধারিত ফ্লাইট নিয়ে রাত ২টা ১৫ মিনিটে আমরা রিয়াদের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাই। উড়োজাহাজে আমার পাশে কো-পাইলট রাফসান রিয়াদ। আকাশ ছিল শান্ত, আবহাওয়াও অনুকূল। ১৩ জুন শুক্রবার স্থানীয় সময় তখন ভোর ৫টা ছুঁই ছুঁই। ৪০ হাজার ফুট উচ্চতা থেকে পৃথিবীর দৃশ্য অসাধারণ। কিন্তু সেই মুগ্ধতা মুহূর্তেই মিলিয়ে গেল। তীব্র ভয় আর আতঙ্ক।

উড়োজাহাজ পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ছিল। ডানদিকে ইরান, আর বাঁয়ে কিছুটা পেছনে বাহরাইন। সূর্য তখনও ওঠেনি, তবে পুব দিগন্তে হালকা আলো ফুটতে শুরু করেছে। হঠাৎ করেই ইরানের আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পান ক্যাপ্টেন ইনাম। তিনি প্রথমে ভেবেছিলেন, হয়তো কোনো সাধারণ সামরিক মহড়া হবে। কিন্তু মুহূর্তের মধ্যেই তারা সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখেন। যা তীব্র গতিতে ছুটছিল পশ্চিম দিকে

ক্যাপ্টেন ইনামের পাশে বসা কো-পাইলট রাফসানও ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন। তখন তারা দ্রুত ফ্লাইট রুট পরিবর্তনের কাজ শুরু করেন। তাদের মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল- যদি কোনো একটি ক্ষেপণাস্ত্রও গতিপথ পাল্টে তাদের বিমানের দিকে চলে আসে? তাহলে সব শেষ।

ক্যাপ্টেন ইনাম বলেন, পাইলট হিসেবে সেদিন তাকে অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। কোনো কিছুই এর সঙ্গে তুলনা করার মতো নয়। তাদের উড়োজাহাজ থেকে মাত্র কয়েক মাইল দূরে আকাশজুড়ে ধেয়ে যাচ্ছিল আগুনের গোলা। তারা দ্রুত উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে নিরাপদ দূরত্ব বজায় রাখেন এবং শেষ পর্যন্ত নিরাপদে রিয়াদে অবতরণ করেন। বিমানবন্দরে নামার পর ফোন চালু করতেই শিরোনামগুলো চোখে আসতে শুরু করে: ‘ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা।

সৌভাগ্যবশত, যাত্রীরা যে বিপদের মধ্য দিয়ে অজান্তেই পার হয়ে এসেছেন তা টের পাননি। আমরা নিরাপদে অবতরণ করতে পেরেছি বটে, কিন্তু প্রশ্নটি এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়: আমরা যে আকাশে উড়ি, সেটি আদৌ কতটা নিরাপদ?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর