মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

১০ বছরেও খোঁজ মেলেনি উড়োজাহাজটির, এখনও অপেক্ষায় প্রিয়জনেরা

১০ বছরেও খোঁজ মেলেনি উড়োজাহাজটির, এখনও অপেক্ষায় প্রিয়জনেরা
বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৫:২৩ পিএম
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে ২৪২ যাত্রী নিয়ে উড়তে না উড়তেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার খবর এখনও দগদগে হয়ে আছে সবার মনে। ফ্লাইটটির আরোহীদের মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র একজন, বাকিরা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। দেশ-বিদেশের গণমাধ্যমগুলোয় যখন উঠে আসছে নিহত ব্যক্তিদের পরিবারগুলোর আহাজারি, তখন নতুন করে ক্ষত জেগেছে পৃথিবীর কিছু মানুষের মনে, যারা আজ থেকে ১১ বছর আগে এক উড়োজাহাজ দুর্ঘটনায় হারিয়েছিলেন প্রিয়জনদের। কিন্তু আজও সেই স্বজনদের মৃত্যুর কারণ তারা নিশ্চিত নন। তারা জানেনই না তাদের স্বজনেরা আদতেই দুর্ঘটনায় মারা গেছেন, নাকি স্রেফ হাওয়ায় মিলিয়ে গেছেন।

২০১৪ সালের ৮ মার্চ, ইতিহাসের এক অমীমাংসিত রহস্য হয়ে ওঠে মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০। কুয়ালালামপুর থেকে বেইজিংগামী উড়োজাহাজটি ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ উড্ডয়নের কিছু সময় পরই গায়েব হয়ে যায়। আর তারপরই শুরু হয় দুঃস্বপ্নের অধ্যায়—যা আজ ১০ বছর পেরিয়েও রয়ে গেছে রহস্যঘেরা ও বেদনার চিহ্ন হয়ে।

ফ্লাইটটি ভিয়েতনামের আকাশে প্রবেশ করার পরপরই ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষ যোগাযোগ করে। এরপরই রাডার ও ট্রান্সপন্ডার থেকে অদৃশ্য হয়ে যায় বিশালাকৃতির বোয়িং ৭৭৭ বিমানটি। সামরিক রাডারে শেষ পাওয়া তথ্যে জানা যায়, এটি দিক পরিবর্তন করে আন্দামান সাগর পেরিয়ে ভারত মহাসাগরের দিকে চলে যায়। কিন্তু এরপর আর কোনও সঠিক তথ্য মেলেনি।

এত বড় উড়োজাহাজের এভাবে হাওয়ায় মিলিয়ে যাওয়া নিয়ে বিস্মিত ও হতবাক হয়েছিল গোটা বিশ্ব। প্রায় ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হলেও কোনো স্পষ্ট প্রমাণ মেলেনি। ২০১৫ সালে রিইউনিয়ন দ্বীপে উড়োজাহাজের এক ধ্বংসাবশেষ উদ্ধার হলেও স্বজনেরা তা মানতে নারাজ। তাদের দাবি, প্রকৃত অনুসন্ধান এখনও হয়নি।

এরপর কেটেছে অনেকগুলো বছর। কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে—পাইলট কেন দিক পরিবর্তন করেছিলেন? ব্ল্যাকবক্স কোথায়? শেষ মুহূর্তে কেন কোনো সংকেত পাঠানো হয়নি? কেউ বলেন আত্মহত্যা, কেউ বলেন ছিনতাই, কেউ আবার ষড়যন্ত্র বা ভিনগ্রহবাসীর তত্ত্বও টানেন—কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ নেই। সম্প্রতি গবেষকরা বলছেন, সমুদ্র প্রবাহ বিশ্লেষণ ও প্রযুক্তির উন্নতির কারণে নতুন করে এমএইচ৩৭০’র খোঁজ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও ১০ বছর পর ব্ল্যাকবক্স পাওয়া গেলেও তার তথ্য আদৌ উদ্ধারযোগ্য কি না তা নিয়েও রয়েছে সন্দেহ।

তবুও নিখোঁজদের পরিবারগুলোর প্রত্যাশা একটাই—তারা যেন অন্তত জানতে পারেন কী হয়েছিল তাদের প্রিয়জনদের সঙ্গে। একটুখানি সত্যের খোঁজই তাদের দীর্ঘ প্রতীক্ষার পর সামান্য স্বস্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর