মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এবার ইসরায়েলের ১০ এলাকায় আঘাত ইরানের

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০১:২৮ পিএম

ইসরায়েলে প্রায় ২০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তার জবাব হিসেবে এসব ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান। ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিব, হাইফাসহ ইসরায়েলের অন্তত ১০টি এলাকায় আঘাত হেনেছে, যাতে আহত হয়েছে ১৬ জন।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে বন্দরনগরী হাইফাসহ ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে । এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে সেখানে কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে, উপকূলীয় এলাকা, মধ্যাঞ্চল ও তেল আবিব মেট্রোপলিটন এলাকাগুলো থেকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে। এসব এলাকার ভবন ও গাড়িগুলোতে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর টিমগুলো ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

এদিকে ইসরায়েলের বেন গুইয়ন বিমানবন্দরকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। বার্তা সংস্থা তাসনিম লিখেছে, বেশ কিছু গবেষণাকেন্দ্র, সহায়তা ঘাঁটি এবং বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টারকেও নিশানা করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এই হামলায় তরল ও কঠিন জ্বালানি চালিত উভয় ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

‘ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ছুড়েছে’ বলে ঘণ্টা খানেক আগে সতর্কতা জারি করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর পরপরই ইরানে আক্রমণের কথা জানালো ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের ভূখণ্ডে মিসাইল লঞ্চার নিশানা করে হামলা চালানোর কথা বলছে আইডিএফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর