মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘ইসরায়েল-ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত': ডোনাল্ড ট্রাম্প

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৮:৫৭ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৯:২১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি'র সাথে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ফার্সকে জানিয়েছে, ‘ইরান এখনো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং 'কয়েক ঘণ্টার মধ্যে' একটি প্রতিক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের কাছে ঘোষণাটি মিথ্যা বলে প্রমাণ করবে। সূত্রটি ফার্সকে আরও জানিয়েছে, দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের "অপমান" থেকে ‘মানুষের দৃষ্টি’ সরাতে এই ঘোষণাটি আমেরিকার একটি প্রচেষ্টা।

এছাড়া ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সরকারের কর্মকর্তাদের মুখ খুলতে নিষেধাজ্ঞা জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকারের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। ২৪ জুন মঙ্গলবার সকালে দখলদারদের হোম ফ্রন্ট কমান্ডের বরাতে আলজাজিরা এ তথ্য জানায়।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, মাঠপর্যায়ে এখনো কোনো পরিবর্তন আসেনি। পরিস্থিতি যেমন ছিল, তেমনি আছে। সাধারণ মানুষকে আগের নির্দেশনা অনুযায়ী চলতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর