
		ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যেসব ব্যক্তির অবস্থা সংকটজনক ছিল, তাদের তিনজনকেই মৃত ঘোষণা করা হয়েছে।
এই প্রতিবেদন এমন সময়ে এসেছে যখন ইসরায়েলের বিভিন্ন এলাকায় এখনো সাইরেন বেজে চলেছে এবং আক্রমণের তৃতীয় ঢেউ চলছে। ইসরায়েল বলছে, এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
এর আগে আল–জাজিরার খবরে ওই তিনজনের গুরুতর আহত হওয়ার তথ্য প্রচার করা হয়েছিল। নিহত তিনজনের নাম–পরিচয় জানানো হয়নি। ইসরায়েলের জরুরি পরিষেবা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে সিএনএনও তিনজন আহত হওয়ার খবর জানিয়েছিল।
বলা হয়েছিল, তিনজনের মধ্যে দুজন পুরুষ। একজন নারী। পুরুষ দুইজনের মধ্যে একজনের বয়স প্রায় ৪০ বছর, অন্যজনের প্রায় ২০ বছর। আর ওই নারীর বয়স প্রায় ৩০ বছর। পরে এ তিনজনের মৃত্যু হয়েছে কিনা, সেটা নিশ্চিত করেনি সিএনএন। সংবাদমাধ্যমটি বলেছে, বীরশেবায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে।
এদিকে ইসরায়েল জানিয়েছে, বীরশেবায় আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে। ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর এমনটি জানিয়েছে। মেহর আরও জানিয়েছে, তেহরানের বাইরে আরও কিছু শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে সেসব শহরের নাম প্রকাশ করা হয়নি। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানের বিভিন্ন এলাকায় প্রতিরক্ষা কার্যক্রমের আওতায় গোলাগুলির শব্দ ও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।
মন্তব্য করুন