মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০১:২৬ পিএম

বিশ্বজুড়ে নানা জল্পনা কল্পনার পর অবশেষে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এমনটাই দাবি করেছে গণমাধ্যমগুলো। বিশেষ করে ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর যুদ্ধ বিরতির খবর দিলো গণমাধ্যমগুলো। যদিও যুদ্ধ বিরতির সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।

এর আগে ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ২৪ জুন এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন বলছে, ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্টতা আসেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি জানান- এটি ঘোষণার প্রায় ছয় ঘণ্টা পর কার্যকর হবে। তার হিসাবে, রাত ১২টা (ইস্টার্ন টাইম) নাগাদ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।

এর ঠিক কিছু সময় পর, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি শিরোনামে জানায়, ‘ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক লাইনের বার্তায় জানায়, যুদ্ধবিরতি এখন ‘বাস্তবায়নের পর্যায়ে’ প্রবেশ করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেট-ও জানিয়েছে যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া একধাপ এগিয়ে দাবি করেছে, এই যুদ্ধবিরতি ‘শত্রুর ওপর চাপিয়ে দেয়া হয়েছে’, যদিও সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি তারা।

এদিকে, ইসরায়েল সরকার এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যার ফলে দ্বিধা ও অনিশ্চয়তা এখনও রয়ে গেছে।

এদিকে যুদ্ধ বিরতির ঘোষণার আগে আজ সকাল থেকে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিয়ারশেভা শহরে অন্তত পাঁচজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। এক ঘণ্টার কম সময়ের মধ্যে ছয়বার সাইরেন বাজে ইসরায়েলজুড়ে। ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহতদের মধ্যে দুজনকে মাঝারি অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছয়জন সামান্য আহত হয়েছেন-প্রধানত কাটা, হাত-পায়ের জখম এবং আতঙ্কজনিত উপসর্গে ভুগছেন তারা।

একটি ক্ষতিগ্রস্ত ভবনের চতুর্থ তলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে। সাততলা ওই অ্যাপার্টমেন্ট ভবনটি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন, এবং তাকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের ঘটনাস্থলে না যাওয়ার অনুরোধ জানিয়েছে, কারণ তাতে উদ্ধারকাজ ব্যাহত ও ঝুঁকিপূর্ণ হতে পারে। ইসরায়েলের উত্তরের শ্যারন ও হাদেরা অঞ্চলেও ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ আঘাত হানায় একজন ১৫ বছর বয়সী কিশোর আহত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল ৭টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, ইরান ওই সময়ের পরও উত্তরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এসএনএন জানায়, চার দফা ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিট নাগাদ যুদ্ধবিরতি মেনে চলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর