
		সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ থাকার পর কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে আকাশসীমা আবারও উন্মুক্ত করা হয়েছে। এর আগে ইরান- ইসরাইল সংঘাতময় পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এই ঘোষণার কারণে জাতীয় নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে ফ্লাইট চলাচলে সাময়িক স্থগিতাদেশ দেয় সংশ্লিষ্ট সব দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশেও সাময়িক বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আবারও চালু হয়েছে ফ্লাইট চলাচল। এতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন আকাশপথের যাত্রীরা।
মন্তব্য করুন