মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শত্রুদের সতর্ক করে ইরানের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৮:৫৯ এএম

শত্রুদের সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল মোহাম্মাাদ পাকপৌর এ হুঁশিয়ারি দেন। ২৫ জুন বুধবার মোহাম্মাাদ পাকপৌর বলেন, শত্রু কোনো ভুল করলে দৃঢ় এবং সমুচিত জবাব দিবে তেহরান। আর সেজন্য আমাদের সকল যোদ্ধা সর্বদা প্রস্তুত রয়েছে।

জেনারেল মোহাম্মাাদ পাকপৌর আরও বলেন, আমাদের সকল যোদ্ধা বন্দুকের ট্রিগারে আঙুল চেপে রেখেছে। শত্রু যদি ভুল করে, তাহলে তাদের দৃঢ় ও শক্তিশালী জবাব দেয়া হবে। ঠিক যেমনটা তারা গত ১২ দিন ধরে পেয়েছে। দেশ রক্ষার্থে এক মুহূর্তের জন্যও আমরা দ্বিধাবোধ করি না।

এদিকে ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ৮শ’ জনে। ২৫ জুন বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য হালনাগাদ করা হয়।

১২ দিনের এ যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি হয়েছে কেরমানশাহ, খুজেস্তান, লোরেস্তান ও ইসফাহান প্রদেশে। অন্যদিকে ইরানের হামলায় প্রাণ গেছে ২৯ ইসরায়েলির। যাদের ২৮ জনই মিসাইলের সরাসরি আঘাতে নিহত হয়েছেন।

প্রায় দুই সপ্তাহব্যাপী চলা এই সংঘাতে ইরানের প্রায় দেড় হাজার স্থানে হামলা চালিয়েছে আইডিএফ। ফেলা হয়েছে সাড়ে ৩ হাজার বিস্ফোরক। জবাবে ইসরায়েলে প্রায় ৬শ’ মিসাইল ছুড়েছে আইআরজিসি। যার ৮৫ থেকে ৯০ শতাংশ প্রতিহতের দাবি করেছে আইডিএফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর