মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এবার নিউইয়র্ক সিটিতে ইসরাইল বিরোধী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:৫৫ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলার প্রতিবাদে সরব সারাবিশ্বের নানা প্রান্তের মানুষ। খোদ যুক্তরাষ্ট্রের একাধিক শহরে প্রতিবাদ করেছেন সে দেশের মানুষ। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে বিক্ষোভে শত শত মানুষ অংশ নেয়। গাজায় ইসরাইলের চলমান বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ করে প্রতিবাদ জানান তারা।

শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদেন জানায়, ফিলিস্তিনপন্থি সংগঠন পিপলস ফোরাম এ বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকাসহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। এসময় তারা ইসরাইল বিরোধী স্লোগান দেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে বর্বর আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

এদিকে ইসরাইলি হামলায় একদিনে ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরা গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

গত চার সপ্তাহে মানবিক সহায়তা আনতে গিয়ে ইসরেইলি বাহিনীর হাতে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে আরো চার হাজার ৬৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরাইল গাজায় বিপর্যয়কর গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে স্প্যানিস প্রধানমন্ত্রী বলেন, গাজা ‘গণহত্যার এক বিপর্যয়কর পরিস্থিতিতে’ রয়েছে।

এসময় ইউরোপীয় ইউনিয়নকে অবিলম্বে ইসরাইলের সঙ্গে সহযোগিতা স্থগিত করার আহ্বান জানান তিনি। গাজায় ইসরাইলের চালানো বর্বরতার বিরুদ্ধে এটাই স্প্যানিশ প্রধানমন্ত্রীর সবচেয়ে কড়া সমালোচনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর