মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিহত ইরানি সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:০৪ পিএম

১২ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৬০ জন ইরানি সেনা কমান্ডার বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে ইরানে। নিহতদের মধ্যে রয়েছেন বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী নিরাপত্তা কর্মকর্তারা।

স্থানীয় সময় শনিবার (২৮ জুন) সকালে তেহরানের কেন্দ্রে এই জানাজায় লাখো মানুষ অংশ নেয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের জানাজা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

সরাসরি সম্প্রচারে দেখা যায়, শোকপালনকারীরা কালো পোশাক পরে ইরানের পতাকা উড়াচ্ছে এবং নিহত কমান্ডার বিজ্ঞানীদের ছবি হাতে নিয়ে শোক প্রকাশ করছে।

সমাধি প্রক্রিয়া শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়। তেহরানের কেন্দ্রে ইরানের পতাকায় ঢাকা কফিনগুলো স্থাপন করা হয়, যেগুলোর গায়ে নিহতদের ইউনিফর্ম পরা প্রতিকৃতি দেখা যায়।

গত ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ইরান দুপক্ষই নিজেদের বিজয়ী দাবি করে।

নিহতদের মধ্যে জন নারী শিশুও রয়েছেন। জানাজায় তাদের কফিনগুলো তেহরানেরআজাদি স্ট্রিট দিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। ভিড়ে থাকা মানুষমার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধ্বংস হোক স্লোগান দিতে থাকে।

যুদ্ধবিরতির পর এটাই প্রথমবারের মতো শীর্ষ কমান্ডারদের জন্য প্রকাশ্যে জানাজা অনুষ্ঠিত হলো। ইরানি রাষ্ট্রীয় টিভি জানায়, জানাজার সময় সরকারি অফিস বন্ধ রাখা হয়েছিল যাতে কর্মকর্তারা এই জানাজায় অংশ নিতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর