মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
গাজায় তীব্র মানবিক সংকট

ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:০৬ এএম

অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। ত্রাণ নিতে যাওয়া মানুষদের উপর নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সেই ধারাবাহিকতায় গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্য বেশ কয়েকজন খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষা করছিলেন।

২৯ জুন রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় শুধু গাজা শহর ও উত্তরের অংশেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন।

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক মুয়াত আল-কালহুত জানান, জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর উত্তর গাজার আল-আহলি হাসপাতালে আহতদের ঢল নামে।

তিনি বলেন, ‘এখানে প্রচুর আহত মানুষ এসেছেন, যাদের মধ্যে অনেক শিশু। পর্যাপ্ত বেড বা চিকিৎসা সরঞ্জাম নেই, অনেকেই মেঝেতে পড়ে আছেন। হাসপাতালটি চরম সংকটে রয়েছে। ইসরাইল পূর্ব গাজা শহরে লিফলেট ছড়িয়ে সাধারণ মানুষকে দক্ষিণে সরে যেতে বলছে। কিন্তু এসব সতর্কতার পরই শুরু হচ্ছে ভারী বোমা হামলা, যাতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।’

এদিকে রোববার নিহতদের মধ্যে অন্তত পাঁচজন ফিলিস্তিনি রয়েছেন, যারা দক্ষিণাঞ্চলের রাফাহর উত্তরে খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়েছিলেন। বিতরণ কেন্দ্রগুলো বর্তমানে পরিচালনা করছে ব্যাপক সমালোচিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), যাকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থন দিচ্ছে।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, জিএইচএফ গাজায় আংশিক সহায়তা বিতরণ শুরু করার পর (মে মাসের শেষদিক থেকে) ইসরায়েলি সেনারা প্রায়শই এসব কেন্দ্রের আশপাশে অপেক্ষমাণ মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এতে এখন পর্যন্ত ৫৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং চার হাজারেরও বেশি আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে গাজায় অপুষ্টিতে অন্তত ৬৬ জন শিশু মারা গেছে বলে ফিলিস্তিনি ছিটমহলটির কর্তৃপক্ষ জানিয়েছে। এসব শিশুর মৃত্যুর জন্য তারা ভূখণ্ডটিকে ঘিরে ইসরায়েলের আরোপ করে রাখা কঠোর অবরোধকে দায়ী করেছে।

এই অবরোধের কারণে গাজায় দুধ, পরিপূরক পুষ্টিকর খাবার ও অন্যান্য খাদ্য ত্রাণ প্রবেশ করতে পারছে না বলে শনিবার এক বিবৃতিতে অভিযোগ করেছে তারা। এদিন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে ২০ জন নিহত হয়েছেন গাজা নগরীর তুফফাহ এলাকায়।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তর থেকে দেয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রাণঘাতী অবরোধ একটি ‘যুদ্ধাপরাধ’ সংঘটিত করছে এবং প্রকাশ করছে যে তারা ‘বেসামরিকদের নির্মূল করার জন্য অনাহারকে সচেতনভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে’।

দপ্তরটি ‘গাজা ভূখণ্ডে শিশুদের বিরুদ্ধে চলমান অপরাধের’ নিন্দা করে বলেছে, ক্ষুধা, রোগ ও ধীর মৃত্যুর শিকার হতে বাধ্য শিশুদের দুর্দশার বিষয়ে বিশ্ব সম্প্রদায় লজ্জাজনকভাবে নীরব রয়েছে।

তারা ‘এই বিপর্যয়ের’ জন্য ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকে দায়ী করেছে। এই অসহনীয় অবস্থা অবসানে জাতিসংঘকে হস্তক্ষেপ করে অবিলম্বে গাজার ক্রসিংগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে তারা।

গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ‘আশঙ্কাজনক হারে’ বাড়ছে, জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ এমনটি জানিয়ে সতর্ক করার দুই দিন পর গাজা সরকারের গণমাধ্যম দপ্তর থেকে এই বিবৃতিটি এলো।

ইউনিসেফ জানিয়েছে, শুধু মে মাসেই গাজার ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫১১৯ জন শিশুকে তীব্র অপুষ্টির চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে এপ্রিলে গাজার তীব্র অপুষ্টিতে ভোগা ৩৪৪৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিশ্ব শিশু সংস্থাটি জানিয়েছে, এক মাসের ব্যবধানে গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদুআর বেগ্বেদেয়ার বলেছেন, গাজা ভূখণ্ডে চলতি বছরের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত, মাত্র ১৫০ দিনে ১৬৭৩৬ জন (গড়ে প্রতিদিন ১১২ জন করে) শিশুকে অপুষ্টির চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদি এসব শিশুদের কাছে খাবার, পানি ও পুষ্টি চিকিৎসা পৌঁছানো হতো তাহলে এই পরিস্থিতি সহজেই এড়ানো যেত কিন্তু ইসরায়েলের অবরোধের কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। ‘মানুষের তৈরি সিদ্ধান্তের কারণে’ শিশুদের জীবন যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর