মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে দুই ফায়ারফাইটার নিহত 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় ঝোপঝাড়ের আগুন নেভাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, পুলিশ সন্দেহভাজন অন্তত একজন বন্দুকধারীকে খুঁজছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন। আহত আরেকজনের অস্ত্রোপচার করা হচ্ছে।

অঙ্গরাজ্যের কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস বলেন, কমপক্ষে একজন সক্রিয় বন্দুকধারী কোউর ডি’আলেন শহরের কাছে উচ্চক্ষমতার রাইফেল দিয়ে গুলি ছুড়েছেন। রবার্ট নরিস আরও বলেন, যদি এই ব্যক্তিদের (হামলাকারী) দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব না হয়, তাহলে হয়তো একাধিক দিন ধরে অভিযান চালাতে হবে।কর্মকর্তারা জানান, একাধিক দিক থেকে গুলি আসছিল।

এলোপাতাড়ি গুলির ঘটনার পর রবার্ট নরিস এক সংবাদ সম্মেলনে ক্যানফিল্ড মাউন্টেন এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছেন।

আইডাহো অঙ্গরাজ্যের গভর্নর ব্র্যাড লিটল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, ফায়ার সার্ভিসের একাধিক বীর কর্মী সন্দেহভাজন বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন। তবে এ ঘটনায় কতজন হামলাকারী জড়িত, তা এখনো নিশ্চিত নয়। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর