মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
আকস্মিক বন্যা-ভূমিধস

ভারতের হিমাচলে মৃত ৫১, নিখোঁজ ২২

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৮:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮:১৩ এএম

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় ভূমিধসে এখন পর্যন্ত এ রাজ্যে ৫১ জনের মৃত্যু ও ২২ জন নিখোঁজ রয়েছে।হিমাচল প্রদেশ সরকারের রাজস্ব দপ্তরের অধীনস্থ স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) এ তথ্য জানিয়েছে। ২ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে ২০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়।

এতে দেখা গেছে, রাজ্যের ১২টি জেলার বিভিন্ন অঞ্চলে প্রাণহানি, ঘরবাড়ি ধ্বংস, গবাদিপশুর মৃত্যু এবং সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এসইওসি-এর প্রতিবেদনে বলা হয়, আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। এর মধ্যে মান্ডি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে ১০ জনের মৃত্যু ও ৩৪ জন নিখোঁজ রয়েছে, যাদের বেশিরভাগই ফ্ল্যাশ ফ্লাড ও ক্লাউডবার্স্টের শিকার হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্ষাকালীন দুর্যোগে আহত হয়েছেন অন্তত ১০৩ জন। রাজ্যে ২০৪টি বসতবাড়ির ক্ষতির খবর পাওয়া গেছে, এর মধ্যে ২২টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে (পাকা ও কাঁচা ঘর মিলিয়ে)। এছাড়া ৮৪টি দোকান, গোয়ালঘর ও শ্রমিকদের অস্থায়ী বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যক্তিগত সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় ৮৮.০৩ লাখ ভারতীয় রুপি।

সরকারি অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ। এ পর্যন্ত ২৮৩.৩৯ কোটি রুপি (২৮,৩৩৯.৮১ লাখ) ক্ষতির হিসাব পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জনপথ ও নির্মাণ দপ্তর (পিডব্লিউডি), জল শক্তি বিভাগ এবং বিদ্যুৎ খাত। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ ও নগর উন্নয়ন, মৎস্য ও পশুপালন বিভাগেও ক্ষয়ক্ষতি হয়েছে।

এসইওসি-এর মুখপাত্র বলেন, এই পরিসংখ্যান এখনো হালনাগাদ হচ্ছে, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। প্রতিটি জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং উদ্ধার, ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রাজ্য সরকার ইতিমধ্যেই সকল জরুরি প্রটোকল চালু করেছে এবং এসইওসি-এ ২৪ ঘণ্টা সচল কন্ট্রোল রুম চালু রয়েছে। জরুরি কোনো ঘটনার জন্য হেল্পলাইন চালু রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর