
		বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনা সত্ত্বেও গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান মানুষদের গুলি করছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ভয়াবহ হামলায় একদিনে আরও ১১১ জন ফিলিস্তিনির নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৪ জন ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষা করছিলেন।
আল জাজিরা জানায় গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলায় উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির পরিচালক মারওয়ান আল সুলতানের মৃত্যু হয়েছে। হামলায় প্রাণ গেছে তার স্ত্রী ও এক মেয়ের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিষয়টি। মারওয়ান আল সুলতানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল।
শরনার্থী শিবির ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা হয়েছে উত্তর ও দক্ষিণ গাজাতেও। কথিত নিরাপদ ঘোষিত অঞ্চলে আইডিএফের হামলায় শিশুসহ মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের।
মন্তব্য করুন