মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

পেতংতার্ন সিনাওয়াত্রা বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডে নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ফুমথাম ওয়েচাইয়াচাই। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে থাই রাজার কাছে শপথ নেওযার পর ফুমথাম ওয়েচাইয়াচাই গতকাল ব্যাংককে গভর্নমেন্ট হাউসে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন।

এদিকে থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রেখেছেন প্রধানমন্ত্রীর পদ হারানো পেতংতার্ন সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর এবার তিনি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতিমন্ত্রীর। ৩ জুলাই বৃহস্পতিবার ব্যাংককের গভর্নমেন্ট হাউসে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পেতংতার্নসহ নতুন মন্ত্রিসভার ১৪ সদস্য অংশ নেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁরা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

ফুমথাম ওয়েচাইয়াচাই দায়িত্ব নিলেন এমন এক সময়, যখন দেশটির রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সীমান্ত বিরোধকে ঘিরে উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনালাপ করেন এবং তাঁর এ ফোনালাপ ফাঁস হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে।

ফোনের কথাবার্তা ফাঁসের পর প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগের জোর দাবি ওঠে। তাঁর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় রাজধানী ব্যাংককে। এসব ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ১ জুলাই থেকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে তাঁকে ১৫ দিনের সময় দিয়েছেন সাংবিধানিক আদালত।

আদালত গত মঙ্গলবার পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করেন। নৈতিকতা লঙ্ঘনের তদন্ত চলমান থাকায় তাঁকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়। এর পরদিন বুধবার, পরিবহনমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুংরুয়াংকিতকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তবে মাত্র এক দিন গত বুধবারই পূর্ণ সময় দায়িত্ব পালন করেন তিনি। এরপর গতকাল ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ফুমথাম ওয়েচাইয়াচাইকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর