মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
পুতিন-শি জিনপিং অনুপস্থিত

ব্রাজিলে ব্রিকস সম্মেলন শুরু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:১৫ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:১২ এএম

ব্রাজিলে ১৭তম ব্রিকস সম্মেলন শুরু হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর রিও ডি জেনিরোতে দুই দিনব্যাপী এই সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্প্রতি জোটে যুক্ত হওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

সম্মেলনের আলোচ্য বিষয়ে রয়েছে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বৈশ্বিক স্বাস্থ্যনীতি। কিছু সদস্য দেশ গাজায় ইসরায়েলের পদক্ষেপ এবং ইরানের ওপর হামলার বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছে। সম্মেলনে বৈশ্বিক পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন প্রস্তাব আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বছর সম্মেলনে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। ২০১২ সালে পর এই প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগতভাবে ব্রিকস সম্মেলনে উপস্থিত থাকছেন না। তার পরিবর্তে প্রতিনিধি হিসেবে থাকছেন দেশটির প্রধানমন্ত্রী লি কোয়াং। চীনা প্রেসিডেন্টের উপস্থিতি বিভিন্ন আন্তর্জাতিক মহলে অনেকটাই কমে গিয়েছে। তার কারণ অভ্যন্তরীণ ঘরোয়া রাজনীতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্মেলনে শি জিনপিংয়ের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি গোষ্ঠীর ঐক্য এবং প্রভাব নিয়েও তুলেছে প্রশ্ন। ইউক্রেন যুদ্ধে ভূমিকার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার কারণে পুতিনের উপস্থিতি সম্ভব হয়নি, কারণ ব্রাজিল রোম সংবিধির স্বাক্ষরকারী হিসেবে তাকে আটক করার বাধ্যবাধকতায় পড়তো।

২০০৯ সালে গঠিত হয়েছিল ব্রিকস। বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে। এর নতুন সদস্যা হলো সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। ব্রিকস এখন বিশ্বের অর্ধেক জনসংখ্যা, মোট ভূমির ৩৬ শতাংশ এবং বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশ প্রতিনিধিত্বের দাবি করলেও বাস্তবে এর কার্যকারিতা নির্ভর করছে ভবিষ্যতে সদস্যদের অভ্যন্তরীণ ঐকমত্য ও সমন্বয়ের ওপর।

এদিকে গাজায় চলমান ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের সূচনা করেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় ইসরাইলের হামলাকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না।’

ফিলিস্তিন সংকট নিয়ে সরব হয়ে লুলা আরও বলেন, ‘যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ লুলা দৃঢ়ভাবে ব্যক্ত করেন, এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো, দখলকৃত ভূখণ্ড থেকে ইসরাইলের সরে যাওয়া এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।

বিশ্লেষকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্টের এ ধরনের স্পষ্ট ভাষণের মাধ্যমে ব্রিকস জোটের অবস্থান আরও দৃঢ়ভাবে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে প্রকাশ পেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর