মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পাকিস্তানে বৃষ্টিতে ঘরবাড়ি ধসে ১৯ জনের মৃত্যু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:৪৩ এএম

পাকিস্তানজুড়ে প্রবল বৃষ্টিতে ঘরবাড়ি ধসে ও পানিতে ডুবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া প্রদেশে এবং রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরে এ ঘটনা ঘটে। বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকালের আগের ৪৮ ঘণ্টায় প্রদেশটির বিভিন্ন অংশে হওয়া ভারি বৃষ্টিতে ঘরবাড়ি ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

বৃষ্টিতে প্রদেশটির উত্তরাঞ্চলীয়, মধ্যাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় অন্তত ২২টি জেলা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে ১০টি জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার পাঁচটি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে আর ২২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় পিডিএমএ ইতোমধ্যেই প্রদেশটিতে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সীমান্তবর্তী ওয়াশুক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানির ঢলে ফসল ভেসে গেছে আর বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তারা জানান, বৃষ্টির কারণে প্রদেশটির লরেলাই ও সুরব এলাকার সোলার প্যানেলগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি ও রাজধানী ইসলামাবাদে তিনটি শিশুসহ অন্তত ছয়জন ডুবে মারা গেছেন বলে পুলিশ ও জরুরি বিভাগ জানিয়েছে। উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ, বুনের, মানশেরা ও কারাক জেলায় ভূমি ধসে ও ডুবে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

ভারি বৃষ্টি চলতে থাকায় সোমবার পাকিস্তানের ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) আাগামী দুই দিনের জন্য দেশটির বিভিন্ন অংশে ভারি বৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতির সতর্কতা জারি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর