
		অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এখনও নারীদের স্বাধীন চলাফেরায় নানা ধরনের বাধা রয়েছে বলে অভিযোগ শোনা যায়। তবে সময়ের সঙ্গে পরিবর্তনের হাওয়া লেগেছে সৌদি আরবেও। এবার দেশটিতে নারীদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার।
সৌদি আরবে উবার চালু করতে যাচ্ছে নারী চালকদের দ্বারা পরিচালিত বিশেষ সেবা, যেখানে যাত্রী হিসেবেও থাকবেন শুধু নারীরা। সোমবার রিয়াদে “নারীদের দ্বারা, নারীদের জন্য” শীর্ষক এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় উবার। খবর গালফ নিউজের।
উল্লেখ্য, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের আধুনিকায়নের অংশ হিসেবে ২০১৮ সালে দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে অনেক নারী ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে গাড়ি চালানো শিখতে শুরু করেন।
সেই ঐতিহাসিক সিদ্ধান্তের সাত বছর পর এবার সৌদি আরবের নারী চালকদের নিয়ে ব্যবসায়িকভাবে এগোতে চায় উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব বড় শহরে এই সেবা পৌঁছে দেওয়া হবে।
এর আগে ইরাক ও ইরানে উবারের নারী চালক সেবা চালু রয়েছে এবং সেখানে এটি বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা পুরুষ সঙ্গী ছাড়া যাতায়াত করতে চান, তাদের কাছে এই সেবা নিরাপদ এবং আরামদায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। সৌদি আরবেও নারীরা একা চলাচলে নিরাপত্তার অভাব অনুভব করেন। তাই নতুন এই উদ্যোগে নারীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া এই উদ্যোগের ফলে সৌদির অনেক নারী সম্মানজনক পেশায় যুক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগও পাবেন।
মন্তব্য করুন