মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যে কারণে পাকিস্তান-ইরান সীমান্তে ২০ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৭:৫০ এএম

এবার যৌথ অভিযানে পাক-ইরান সীমান্ত থেকে ২০ বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও সীমান্তরক্ষী বাহিনী (এফসি)। বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের সময় বুধবার বেলুচিস্তানের চাগাই জেলার তাফতান সংলগ্ন মাশকেল এলাকায় যৌথ অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়। খবর ডনের।

এফআইএ মুখপাত্র জানায়, তাফতানে এফআইএ-এর মানব পাচার বিরোধী সার্কেল এবং এফসি কর্মীদের যৌথ অভিযানের সময় এই আটক করা হয়েছে। এই ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। মুখপাত্র নিশ্চিত করেছেন যে আটককৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক যারা ভিজিট ভিসায় পাকিস্তানে প্রবেশ করেছিলেন এবং ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন।

সন্দেহভাজনদের মধ্যে রয়েছেন বাবুল হুসেন, মিয়াঁ আরিফ, শোপান, আবদুল্লাহ, মুহাম্মদ কাবুল, মেহেদী হাসান, আল-আমিন, সাগার হুসেন, নাজাম-উল-হুসেন, হাবিবুর রহমান, আনার-উল-হক, রাজুব আলী, সজুব আলী, আসাদ, রুবেল মিয়াঁ, আরাফাত আলী, আয়মান আকুন্দা এবং শাব্বির আলী।

এদিকে পাকিস্তানের সামা টিভিআটকের সংখ্যা ৩৩ জন দাবি করেছে। এফআইএ প্রাথমিক তদন্তে ধারণা করছে, এই দলটি একটি আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ হতে পারে। সিরিয়া পুনর্গঠনে বড় বিনিয়োগের ঘোষণা সৌদি আরবেরসিরিয়া পুনর্গঠনে বড় বিনিয়োগের ঘোষণা সৌদি আরবের

আটক হওয়া ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করলেও পরে তারা উপযুক্ত কাগজপত্র বা অনুমোদন ছাড়া অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করেন।সীমান্ত এলাকার এক অনাবৃত পথ দিয়ে তারা যাত্রা করার সময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা ইরানে প্রবেশের জন্য বৈধ কোনো ভ্রমণ নথি দেখাতে পারেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর