
		এবার রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৩০ জুলাই বুধবার ভোর রাতে দেশটির পূর্ব উপকূলে ভূমিকম্প অনুভূত পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। খবার রয়টার্সের।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের কাছে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে। এর পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
রাশিয়ার কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম মেসেজিং অ্যাপের পোস্ট করা একটি ভিডিওতে জানিয়েছে, আজকের ভূমিকম্প ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেন, ভূমিকম্পের পরে সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণে ছোট ছোট শহরের বাসিন্দারে নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জাপানের আবহাওয়া সংস্থা দেশটিতে সুনামি পরামর্শ জারি করে বলেছে, ভূমিকম্পের ফলে এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে। ইউএসজিএস জানিয়েছিল, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্পনের জেরে সুনামি সতর্কতায় আমেরিকা ও জাপান উপকূলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ার রিজিওনাল গভর্নর। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১৯.৩ কিলোমিটার গভীরে। অগভীর ভূকম্পনের প্রভাব সবচেয়ে বেশি হয়। সুনামির ঝুঁকিও বেড়ে যায় বহুগুণ।
এছাড়া জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বিস্তীর্ণ উপকূলে সর্বোচ্চ ১ মিটার উচ্চতায় সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। বিপজ্জনক উচ্চতায় সুনামির ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছে আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারও। এর আগে, গত গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
মন্তব্য করুন