মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
রাশিয়ায় ভূমিকম্প

এবার জাপানে সুনামির আঘাত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১১:০২ এএম

রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্পের পর এবার জাপানে সুনামি আঘাত হেনেছে। দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম সুনামি আঘাত হানে। সুনামির কারণে ৩০ সেন্টিমিটার উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। খবর এনএইচকে ওয়ার্ল্ড জাপানের।

ওই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হোক্কাইডো ছাড়াও জাপানের আরো কিছু এলাকায় সুনামি আঘাত হানে। গণমাধ্যম জানায় ইওয়াতে কুজি বন্দরে ৬০ সেন্টিমিটার উচ্চতায় জলোচ্ছ্বাস এবং মিয়াগি প্রিফেকচারের ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার পর্যন্ত জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ১০ টা ৪৬ মিনিটে তোকাচি বন্দরে ৪০ সেন্টিমিটার সুনামি এবং হোক্কাইডোর দক্ষিণ-পূর্ব অংশের এরিমো শহরে ৩০ সেন্টিমিটার ঢেউ রেকর্ড করা হয়েছে।

তোহোকু এবং কান্তো অঞ্চলেও সুনামি হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এরআগে, ১০ টা ৩৬ মিনিটে হামানাকা শহরে এবং ১০ টা ৪২ মিনিটে পূর্ব হোক্কাইডোতে কুশিরো বন্দরে আঘাত হানে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সুনামি দীর্ঘ সময় ধরে বারবার আঘাত হানতে পারে। পরবর্তী জলোচ্ছ্বাস প্রথমটির চেয়ে বড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে আজ বুধবার রাশিয়ার কামচটকার উপকূল সংলগ্ন এলাকায় ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোন খবর জানা যায়নি।

এদিকে কম্পনের জেরে জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সুনামি সতর্কতা জারি হয়েছে। উপকূলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ার আঞ্চলিক গভর্নর। তবে শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। অগভীর ভূকম্পনের প্রভাব সবচেয়ে বেশি হয়। সুনামির ঝুঁকিও বেড়ে যায় বহুগুণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর