মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এবার ঘানায় সামরিক বিমান দুর্ঘটনায় দুই মন্ত্রীসহ নিহত ৮

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৯:১৭ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:৫২ এএম

এবার পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বিমান দুর্ঘটনা ঘটেছে। দেশটির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আরও ছয় ব্যক্তি আহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন। ঘানার সেন্ট্রাল আশান্তি অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ৬ আগস্ট বুধবার ঘানার রাষ্ট্রপতি জন মাহামার চিফ অফ স্টাফ জুলিয়াস দেবরাহ এই খবর নিশ্চিত করেছেন। সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা জানায় বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন- দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ,পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও প্রাক্তন কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা ও রাষ্ট্রপতি মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং। ঘানার বিমান বাহিনীর তথ্যানুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আক্রার উত্তর-পশ্চিমে ওবুয়াসির উদ্দেশে রওয়ানা হওয়ার পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

ঘানার আশান্তি অঞ্চলের আদানসির কাছে সিকামান এলাকার গভীর বন থেকে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ উদ্ধার করেন কর্মকর্তারা। ঘানার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদও রয়েছেন। দেবরাহ বলেন, প্রেসিডেন্ট মাহামা এবং সরকার জাতির সেবায় নিয়োজিত আমাদের সহযোদ্ধা এবং সেনাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করছে।

তিনি জানান নিহতদের মধ্যে আরও রয়েছেন সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী এবং সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং প্রেসিডেন্ট মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্থানীয় সময় বুধবার সকাল ৯-১২ মিনিটে অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পথিমধ্যে এটি রাডার থেকে ‘উধাও’ হয়ে যায়।

এ ঘটনায় রাষ্ট্রপতি জন মাহামা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি একদিনের জন্য তার সমস্ত সরকারি কার্যক্রম স্থগিত করেছেন ও পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর