
		ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন । এতে আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন । দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাতো গ্রোসোতে ৯ আগস্ট শুক্রবার দিনগত গভীর রাতে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার দেশটির টোল রোড অপারেটর এবং ফেডারেল হাইওয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।
নোভা রোটা ডো ওয়েস্ট ফার্ম এবং হাইওয়ে পুলিশের পৃথক বিবৃতির বরাতে রয়টার্স জানিয়েছে, আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ১১ জনের অবস্থা গুরুতর। ২৬ জনের অবস্থা মাঝারি এবং ৮ জন সামান্য আঘাতপ্রাপ্ত বলে তারা জানান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, লুকাস ডো রিও ভার্দে শহরের কাছে তুলা বীজ বহনকারী ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় সময় রাত ৯-৪০ মিনিটে দুর্ঘটনার খবর পায়।
মন্তব্য করুন