
		ইকুয়েডরের সান্তা লুসিয়ায় নাইটক্লাবের বাইরে গুলি চালিয়ে অন্তত আটজনকে হত্যা করা হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওই নাইটক্লাবের বাইরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এতে আহত হয়েছেন আরও দু’জন। খবর এএফপির। সংবাদ পুলিশ কর্নেল জাভিয়ার চ্যাঙ্গো বলেন, গুলিতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয় এবং আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
পুলিশ কর্নেল চ্যাঙ্গো বলেন, বন্দুকধারীরা দুটি পিকাপে করে এসে এলোপাথাড়ি গুলি চালায়।এলোপাতাড়ি গুলি চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। ন্যাপলোপের ওই নাইট ক্লাবে স্থানীয় সময় রাত ১-১৫ মিনিটে এমন ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৮০০ কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা জানতে পারেনি পুলিশ।
জানা গেছে সান্তা লুসিয়া শহরটিতে প্রায় ৩৮ হাজার মানুষের বসবাস। সম্প্রতি এই রাজ্যে গ্যাং সহিংসতা ঠেকাতে দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবায়া।
মন্তব্য করুন