মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:৩৪ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৪১ এএম

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ১৩ আগস্ট বুধবার ভোররাতে ভারতের রাজস্থান রাজ্যের দৌসা মনোহরপুর মহাসড়কে সড়ক এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের দৌসার পুলিশ সুপার সাগর রানা জানান, নিহতরা খাতু শ্যাম মন্দিরে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা যাত্রীবাহী একটি পিক-আপ ভ্যানে করে মনোহরপুর মহাসড়ক দিয়ে আসছিলেন। পথিমধ্যে একটি কনটেইনার ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরের এসএমএস হাসপাতালে পাঠানো হয়েছে।

সাগর রানা বলেন, আমরা তথ্য পেয়েছি যে মনোহরপুর হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন। নিহতরা খাতু শ্যামে প্রার্থনা শেষে ফিরছিলেন। আহতদের মধ্যে কয়েকজনকে এসএমএস হাসপাতালে রেফার করা হয়েছে।

দৌসার ডেপুটি এসপি রবি প্রকাশ শর্মা জানান, বাপির কাছে যাত্রীবাহী পিক-আপ ও ট্রেলার ট্রাকের সংঘর্ষে প্রথমে ১০ জন নিহত হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১-তে দাঁড়িয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, রাজস্থানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর