মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৪

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:৫৩ এএম

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আলোচনার মাঝেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পাকিস্তানের বন্যার খবর আলোচনায় এসেছে। দেশটি উত্তর-পশ্চিমাঞ্চলে টানা ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৪ জনে পৌঁছেছে।

দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া এবং আজাদ কাশ্মীর এলাকায় । ১৫ আগস্ট শুক্রবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখোয়ায় মারা গেছেন ১৮০ জন, আজাদ কাশ্মীরে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এছাড়া ২৮ জন আহত হয়েছেন।

দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে ১৫৮ জন পুরুষ, ১৯ নারী ও ১৭ শিশু। বেশিরভাগই মারা গেছেন ভবন ধসে পড়া ও বন্যার পানিতে ভেসে যাওয়ার কারণে। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে: ১১৬টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে, খাইবার পাখতুনখোয়া: ১৪টি সম্পূর্ণ, ৩৪টি আংশিক ধ্বংস, গিলগিট বাল্টিস্তান: ৩টি সম্পূর্ণ, ১৪টি আংশিক, আজাদ কাশ্মীর: ২৮টি সম্পূর্ণ, ২৩টি আংশিক বিধ্বস্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল ফোন টাওয়ার, সড়কপথ, ও ব্রিজ, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।

বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ৫ জন নিহত হন। উদ্ধারকারী দলগুলো আকাশপথে, পায়ে হেঁটে এবং ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর