মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৮:১০ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:১১ এএম

বহুল আলোচিত আলাস্কা বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওই বৈঠকের পরই এ হামলার কথা শোনা গেল। যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত ওই বৈঠক রাশিয়ার সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রাসন থামানোর বিষয়ে কোনো অগ্রগতি আনতে পারেনি। খবর এএফপির।

গণমাধ্যমগুলো জানায় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুতিন বাহিনী ইউক্রেনে ৮৫টি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মস্কো একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮৫টি শাহেদ-ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে চারটি অঞ্চলের ফ্রন্টলাইন এলাকায়ও হামলা চালিয়েছে। দৈনিক প্রতিবেদনে বিমান বাহিনী জানায়, ১৫ আগস্ট সন্ধ্যা থেকে ১৬ আগস্ট ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয়। যে সময়ে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাও চলছিল। কিয়েভ জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬১টি ড্রোন ভূপাতিত করেছে।

যুদ্ধবিরতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার জন্য পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলিনের উপর চাপ দেওয়ার পরেও ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলন কোনো যুদ্ধবিরতি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। তবে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি এখনও আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।

বিবিসির ইউক্রেন সংবাদদাতা জেমস ওয়াটারহাউস লিখেছেন, সম্মেলনের আগে বারবার অনুরোধ করার পরও ট্রাম্প প্রাথমিক যুদ্ধবিরতি এড়ানোর ঘোষণা দিয়েছেন। এটি কিয়েভ ও ইউরোপীয় জোটের জন্য একটি বড় ধাক্কা, কারণ এটি ছিল তাদের অন্যতম প্রধান দাবি।

যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। গত ১৫ আগস্ট শুক্রবার বহুল আলোচিত বৈঠকের আগে ট্রাম্প পুতিনকে বিশাল আয়োজন করে সাড়ম্বরে স্বাগত জানান। আলাস্কায় অবতরণের পর পুতিনের জন্য লালগালিচা বিছিয়ে দেওয়া হয় এবং তিনি এগিয়ে আসতেই ট্রাম্প হাততালি দিতে থাকেন। সে সময় পুতিন বেশ প্রশংসিতও হন। বিপরীতে ট্রাম্পের একটি বাস্তব অর্জন হিসেবে উপস্থাপন করার মতো কিছুই ছিল না, যা পুতিনের জন্য একটি স্পষ্ট জয়।

বিবিসির ইউক্রেনের সংবাদদাতা জেমস ওয়াটারহাউস লিখেছেন, সম্মেলনের আগে বারবার অনুরোধ করার পরও ট্রাম্প প্রাথমিক যুদ্ধবিরতি এড়ানোর ঘোষণা দিয়েছেন। এটি কিয়েভ ও ইউরোপীয় জোটের জন্য একটি বড় ধাক্কা। কারণ, এটা ছিল তাদের অন্যতম প্রধান দাবি। বিবিসির সংবাদদাতা জো ইনউডের মতে, ট্রাম্প যুদ্ধবিরতির পরিবর্তে শান্তিচুক্তিকে ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য সবচেয়ে ভালো উপায় হিসেবে তুলে ধরেছেন। এটি তার দৃষ্টিভঙ্গির একটি উল্লেখযোগ্য পরিবর্তন।

আলাস্কার অ্যাঙ্কোরেজ শহর থেকে প্রায় ৫ হাজার মাইল দূরে কিয়েভে বিবিসির সংবাদদাতা জোয়েল গান্টার সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, গত রাতের ঘটনা দেখে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।একজন নারী তাকে বলেছেন, পুতিনকে লালগালিচা বিছিয়ে স্বাগত জানিয়ে অযৌক্তিক আচরণ করা হয়েছে। তবে তিনি এও জানান, ইউক্রেনের ওপর কোনো শর্ত আরোপ করা হয়নি জেনে তারা স্বস্তিবোধ করছেন।

প্রসঙ্গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর