মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশে পুশব্যাকে অমর্ত্য সেনের নিন্দা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:২৪ এএম

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন ভোটাধিকার প্রত্যেক নাগরিকেরই মৌলিক অধিকার। সেই অধিকার খর্ব করা যায় না। ত্রুটিমুক্ত করার নামে প্রক্রিয়াটিকে অযথা জটিল করে তোলা হচ্ছে। অনেক নাগরিকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই, কিন্তু এজন্য তাদের ভোটাধিকার কেড়ে নেয়া অন্যায়। সামান্য উন্নতির অজুহাতে বড় ক্ষতি করা অনুচিত। ২২ আগষ্ট শুক্রবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যখন জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে, তখন এ বিষয়ে সরব হলেন অমর্ত্য সেন। ‘বাঙালি অস্মিতা’ কেন্দ্রিক রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গ টেনে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, মানুষের যেকোনো জায়গায় যাওয়ার এবং সম্মান পাওয়ার অধিকার আছে।

বাঙালি-পাঞ্জাবি কিংবা হিন্দু-মুসলমান বিভেদ টিকিয়ে রেখে কেউই লাভবান হতে পারবে না। বরং এই বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা প্রতিহত করতে হবে। প্রতীচী ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন মন্তব্য করেন, বাংলায় কথা বললেই যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তবে ফরাসি জানলে হয়তো ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো। আমাকে বাংলাদেশে পাঠালে আপত্তি নেই, কারণ ঢাকায় আমার বাড়ি ছিল।

ওই অনুষ্ঠানে গবেষক ও সংগ্রাহক অধ্যাপক ক্ষিতিমোহন সেনের রচিত গ্রন্থ ‘ভারতে হিন্দু-মুসলমানের যুক্ত সাধনা’-র পুনর্মুদ্রণ প্রকাশ করা হয়। ক্ষিতিমোহন সেন ছিলেন অমর্ত্য সেনের মাতামহ। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ নিজে বইটির নতুন সংস্করণের ভূমিকা লিখেছেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর