মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘ভোটার অধিকার যাত্রা’ শেষে যে হুমকি দিলেন রাহুল গান্ধী

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক মন্তব্য আন্তর্জাতিক মিডিয়ায় বেশ আলোচনায় এসেছে । রাহুল গান্ধী বিহারের পাটনায় গতকাল সোমবার তার ১৬ দিনের ‘ভোটার অধিকার যাত্রা’ শেষ করেছেন। সেখানে এক মন্তব্যে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বসেন তিনি। এ সময় তিনি বলেন, খুব শিগগির ভোট চুরি নিয়ে অকাট্য প্রমাণ সামনে আনব আমি। তখন বিজেপিকে হাইড্রোজেন বোমার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী মোদি আর দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না। রাহুল গান্ধীর এমন মন্তব্যে ভারতের রাজনীতিতে চরম উত্তাপ ছড়িয়েছে।

এদিন রাহুল গান্ধী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি পরিকল্পিতভাবে ভোটার তালিকায় কারচুপি করছে। কর্ণাটকের এক বিধানসভা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল বলেন, ভোট চুরি মানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। এভাবে চলতে থাকলে বিজেপি একদিন রেশন কার্ড কিংবা অন্য অধিকারও কেড়ে নেবে। গান্ধী ময়দান থেকে আম্বেদকর মূর্তি পর্যন্ত রাহুলের পদযাত্রা রূপ নেয় বিরাট জনসমুদ্রে। মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন ইন্ডিয়া জোটের নেতারা। মিছিল ডাকবাংলা ক্রসিংয়ের কাছে পুলিশ আটকাতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়, তবে শেষ পর্যন্ত রাহুল ও তাঁর সমর্থকদের থামানো যায়নি।

সেখানেই তিনি ঘোষণা দেন, এই সরকার ছ’মাসও টিকবে না, বিহারে বিরোধীরা নতুন সরকার আনবে। আরজেডি নেতা তেজস্বী যাদব নীতীশ কুমারকে আক্রমণ করে বলেন, নীতীশ দুর্নীতির ভীষ্ম পিতামহ হয়ে উঠেছেন। বিহারের মানুষ তাকে উৎখাত করবেন। বিরোধী শিবিরের শক্তি প্রদর্শন করে রাহুলের যাত্রা শেষ হয় বিরাট সমাবেশে, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি (শারদ) নেত্রী সুপ্রিয়া সুলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বামদলগুলোর নেতারা, তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ও শিবসেনার সঞ্জয় রাউত।

বিজেপির তরফে এই বক্তব্যকে আক্রমণ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, ‘উত্তরপ্রদেশের দেওরিয়া থেকে হাজার হাজার মানুষ আনা হয়েছে রাহুলের সভায়। ভোটারদের অসম্মান করে তিনি নিজেকেই হীন প্রমাণ করেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর