মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মালয়েশিয়ায় রাতের আঁধারে ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ৭৭০

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাং-এ এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ৩৭৭, মায়ানমার ২৩৫, ভারত ৫৮, নেপাল ৭২, ইন্দোনেশিয়ার ১৯ জন রয়েছেন। এছাড়াও আটককৃতদের মধ্যে নারীও রয়েছেন।

অভিযান সম্পর্কে, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, অপ্স বেলাঞ্জা নামে এই অভিযানটি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযোগ ছিল, এ এলাকা বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু।

অভিযানে দেখা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্রের অপব্যবহার, এসব কারণে অভিবাসীদের আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে ১০৬ জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নেন। মোট দুই হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে এক হাজার ৬০০ বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় ছিলেন।

বাসরি আরও জানান, অভিযানের সময় কয়েকজন অভিবাসী দোকানে লুকানোর চেষ্টা করে এবং কেউ কেউ ছাদে উঠে যায়। তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত ধরা পড়েন। অভিযানে একটি অবৈধ অনলাইন জুয়া কেন্দ্রও শনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আট বিদেশিকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। আটককৃতদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন তদন্ত চলছে।

বাসরি ওথমান জানিয়েছেন, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন চালানো হবে, যাতে নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশি কর্মী কোটা মেনে চলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর