মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নেপালে অন্তর্বর্তীর দায়িত্বে বালেন্দ্র শাহ-কে চায় ‘জেন-জি’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জেন-জিদের আন্দোলনের চাপে পদত্যাগ করার পর সেই আসনে বালেন্দ্র শাহ-কে দেখার দাবি বিক্ষোভকারীদের। মেয়র পদ থেকে পদত্যাগ করে দেশের দায়িত্ব নেওয়ার আহ্বানও জানানো হচ্ছে তাঁকে।

সম্প্রতি এই র‌্যাপারের গাওয়া বৈষম্যবিরোধী গান ভিষণ জনপ্রিয়তা পায়। বালেন্দ্র নেপালের সরকারবিরোধী এই আন্দোলনকে সমর্থন করে একটি ফেসবুক পোস্টে জানান, আয়োজকরা আন্দোলনে যোগ দেওয়ার জন্য বয়সসীমা বেঁধে দিয়েছেন। না হলে তিনি যেতেন। আন্দোলনকে পূর্ণভাবে তিনি সমর্থন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বালেন্দ্র এই আন্দোলনের গুরুত্ব বোঝেন এবং এতে তাঁরও সায় ছিল।

কেপি শর্মা ওলি ও বালেনের দ্বন্দ্ব যদিও নতুন কিছু নয়। বিভিন্ন সময় একাধিক আন্দোলনে সরকার বিরোধিতা করেছিলেন বালেন্দ্র । সেই থেকে বালেনের সঙ্গে রয়েছে যুব সমাজ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনে না থাকলেও বালেন এই আন্দোলনের নেপথ্যে পুরোভাগে রয়েছেন। এর আগে কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটির সাড়ে ৩ হাজারের বেশি কর্মচারীর দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছিলেন না। তখন বালেন তরুণদের আন্দোলনকে সমর্থন করে তাঁদের পাশে দাঁড়ান।

'বালেন' নামে জনপ্রিয় ৩৫ বছর বয়সী এই তরুণ ভারতে কর্ণাটকের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। তারপর র্যা পার হিসেবে ভাগ্য অন্বেষণের চেষ্টা করে সাফল্যও পান।

রাজনীতিতে তাঁর অপ্রত্যাশিত উত্থান ও জনপ্রিয়তা তাঁকে যুবসমাজের আইডল করে তোলে। ২০২২ সালে কাঠমাণ্ডুর মেয়র পদে জয়ী হন তিনি। এরপর ভারতের উপরই খড়গহস্ত হন। বলিউডের আদিপুরুষ সিনেমার একটি সংলাপের কারণে কাঠমান্ডুতে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করে দেন।

যুবসমাজের একটা বিশাল অংশ বালেনের ভক্ত। সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় তিনি। রাজনীতিবিদদের সন্তানদের অমিতব্যয়ী জীবনযাত্রার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় #nepokid ট্রেন্ডটি তিনিই শুরু করেছিলেন। টাইম ম্যাগাজিনে ২০২৩ সালে জায়গা করে নিয়েছিলেন বালেন। পৃথিবীর জনপ্রিয়তম ১০০ ব্যক্তিত্বের মধ্যে তাঁর নাম ছিল। দ্য নিউইয়র্ক টাইমসের মতো মিডিয়া প্রতিষ্ঠানও তাঁকে কভার করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর