
এবার ইসরাইলি-অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী সীমান্তে ফের রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। সেখানকার অ্যালেনবি ক্রসিং এলাকায় এক বন্দুকধারীর হামলায় দুই ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন বলে খবর দিয়েছে আন্তজাতিক গণমাধ্যম। এ সময় পাল্টা গুলিতে নিহত হন হামলাকারীও। ঘটনাটি নতুন করে সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে।
গতকাল ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার অ্যালেনবি ক্রসিংয়ে ঘটনাটি ঘটেছে, যা পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী অন্যতম ব্যস্ত সীমান্তপথ। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী একজন ট্রাকচালক। তিনি জর্ডান থেকে গাজার উদ্দেশে ট্রাক চালিয়ে আসছিলেন। ক্রসিং এলাকায় প্রবেশ করার পর তিনি হঠাৎ একটি হ্যান্ডগান বের করে আশপাশে গুলি চালানো শুরু করেন। এর উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়, তবে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা অ্যালেনবি ক্রসিংয়ে গুলিবর্ষণের খবর পেয়েছে এবং পুরো ঘটনাটি তদন্তাধীন। হিব্রু সংবাদমাধ্যমের তথ্য মতে, ওই ট্রাকচালক হ্যান্ডগান বের করে গুলি চালাতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বন্দুকটি জ্যাম হয়ে যায়। এরপর তিনি ট্রাক থেকে নেমে ছুরি হাতে এলোপাতাড়ি হামলা শুরু করেন। এতে ঘটনাস্থলেই দুই ইসরাইলি নিহত হন। পরে পাল্টা গুলিতে তিনি নিজেও প্রাণ হারান।
ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামলাকারীর এই আচরণে ক্রসিং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এই অ্যালেনবি ক্রসিং আগে থেকেই বেশ কয়েকবার আলোচিত। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে এক জর্ডানীয় বন্দুকধারী একই স্থানে গুলি চালিয়ে তিনজন ইসরাইলি বেসামরিক নাগরিককে হত্যা করেছিলেন। তখনও সীমান্ত নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে।
মন্তব্য করুন