মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভারত-পাকিস্তানের শান্তিপূর্ণ সহাবস্থানের বিকল্প নেই: শেহবাজ শরিফ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

‘কাশ্মীর সমস্যা সমাধান না করে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে না পাকিস্তান। তবে পাকিস্তান ও ভারত প্রতিবেশী দেশ, শান্তিপূর্ণ সহাবস্থান ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। শত্রু হিসেবে থাকবে নাকি ভালো প্রতিবেশী হবে, সে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। গতকাল শনিবার লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এসব কথা বলেন। খবর জিও নিউজের।

এ সময় শেহবাজ শরিফ বলেন, ভারতের সঙ্গে যে কোনো আলোচনা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। পাকিস্তানের উন্নয়ন, বৈশ্বিক সংকট এবং দেশটির সাম্প্রতিক অর্জন সম্পর্কেও কথা বলেন শেহবাজ শরিফ।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে, যার জন্য কোটি কোটি ডলার ব্যয় হয়েছে। এই অর্থ স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট এবং সাধারণ নাগরিকদের জীবনযাত্রার উন্নয়নে ব্যয় করা যেতো বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, ভারতের সাথে যুদ্ধবিরতি হয়েছে। আমরা এখন শান্তি চাই। লাখ লাখ কাশ্মীরির রক্ত বৃথা যাবে না বলেও মন্তব্য করেন শেহবাজ শরিফ । তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা চায়, তবে কেবল সমান শর্তে। ন্যায্যতা এবং শ্রদ্ধা যে কোনো সংলাপের পথ দেখাবে বলেও উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর