
		পাকিস্তানের ইসলামাবাদে ভাড়াবাড়ি থেকে স্থানান্তরিত হয়ে ডিপ্লোম্যাটিক এনক্লেভের নিজস্ব ভবনেই কার্যক্রম পরিচালনা শুরু করেছে হাইকমিশন।
বুধবার (১ অক্টোবর) হাইকমিশনের প্রথম সচিব ও দূতাবাসের প্রধান খাদীজা আক্তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশনের নতুন ঠিকানা হলো বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রোড নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০। ফোন নং- ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং ই-মেইলঃ [email protected]
এখন থেকে হাইকমিশনের কনস্যুলার সেবাসহ সব পরিষেবা উপরোল্লিখিত ঠিকানা থেকে প্রদান করা হবে।
মন্তব্য করুন