শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার অর্ধেক পথ অতিক্রম করেছেন।

মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এই বিলিয়নিয়ারের সম্পদ এখন সাময়িকভাবে ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স ট্র্যাকার অনুযায়ী, ৫৪ বছর বয়সী মাস্কের সম্পদ বুধবার ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছায়, যদিও পরে তা কমে ৪৯৯.১ বিলিয়ন ডলারে নেমে আসে।

বিবিসি বলছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। এই কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক তিনি। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে।

বুধবার নিউইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়। মূলত সাম্প্রতিক মাসগুলোতে টেসলার শেয়ারের দাম বেশ বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন মাস্ক রাজনীতির চেয়ে আবার তার কোম্পানিগুলোর প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন।

এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তালিকায় মাস্কের পর ৩৫০.৭ বিলিয়ন ডলার নিয়ে আছেন ওরাকলের সিইও ল্যারি এলিসন এবং মেটার সিইও মার্ক জাকারবার্গ ২৪৫.৮ বিলিয়ন ডলার নিয়ে আছেন তৃতীয়তে।

ইলন মাস্ক পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা ছেড়ে দেন। ১৯৯৯ সালে তার প্রথম অনলাইন সফটওয়্যার কোম্পানি মার্কিন কম্পিউটার নির্মাতা কমপ্যাকের কাছে ৩০০ মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি করে প্রথমবার কোটিপতি হন।

পরে তার আরেকটি উদ্যোগ পেপ্যালের সঙ্গে একীভূত হয়। সেই অভিজ্ঞতার পর ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন মহাকাশযান নির্মাতা স্পেসএক্স এবং ২০০৪ সালে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলাতে চেয়ারম্যান হিসেবে যুক্ত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুর্শিদাবাদে আজ 'বাবরি মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপন
মুর্শিদাবাদে আজ 'বাবরি মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপন
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
‘ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ জরুরি’
‘ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ জরুরি’
পশ্চিম তীরের পাঁচটি ঐতিহাসিক নিদর্শন জব্দ করল ইসরাইল
পশ্চিম তীরের পাঁচটি ঐতিহাসিক নিদর্শন জব্দ করল ইসরাইল