মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গাজার চিকিৎসক আবু সাফিয়ার আটকের মেয়াদ বাড়াল ইসরাইল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:২৮ এএম

গাজা হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ার আটকের মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে ইসরাইলের আদালত। বৃহস্পতিবার ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করে ইসরাইলি সেনাবাহিনী। বার্তা সংস্থা আনাদোলুর।

গত বছর উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আবু সাফিয়াকে হাসপাতালের ভেতর থেকে আটক করা হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, সাফিয়াকে ‘সন্দেহভাজন’ হিসেবে আটক রাখা হয়েছে। তখন থেকেই চিকিৎসক সাফিয়াকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে।

‘সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’ থাকার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার আবু সাফিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন।

এক বিবৃতিতে আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস জানায়, তাদের আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন এবং সাফিয়ার আটকের বৈধতা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। আইনজীবী যুক্তি দেন সাফিয়াকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।

চিকিৎসক সাফিয়ার গ্রেপ্তারের মেয়াদ বৃদ্ধি বিষয়ে আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আল মেজান সেন্টার। তারা এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন এবং চিকিৎসা কর্মীদের সুরক্ষা প্রদানকারী নিয়ম এবং ন্যায় বিচারের নিশ্চয়তার লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নৃশংস হামলায় প্রায় ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর