মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বছরে ৭,৫০০ শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের অগ্রাধিকার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০২ পিএম

যুক্তরাষ্ট্রে ২০২৬ অর্থ বছরে মাত্র ৭ হাজার ৫০০ জনকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাদের বেশিরভাগই শ্বেতাঙ্গ আফ্রিকান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে হোয়াইট হাউজের প্রকাশিত এক নথিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী শরণার্থী নীতি পুনর্গঠনে বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

ট্রাম্প অনেকবার দাবি করেছেন, কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা নির্যাতনের শিকার হচ্ছেন। তবে দক্ষিণ আফ্রিকার সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

ট্রাম্পের নতুন শরণার্থী নীতির ফলে বিশ্বের বাস্তুচ্যুত বহু মানুষ এবং অশ্বেতাঙ্গদের জন্য যুক্তরাষ্ট্রের দ্বার বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা ৭ হাজার ৫০০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যাদের বেশির ভাগই হবেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত শ্বেতাঙ্গ।

গত ৩০ সেপ্টেম্বর এই নথিতে স্বাক্ষর করলেও বৃহস্পতিবার প্রকাশিত প্রেসিডেনশিয়াল নথি থেকে দেখা গেছে, ট্রাম্প প্রশাসন জানিয়েছে—বিশ্বজুড়ে বিপদগ্রস্ত লাখো মানুষের জন্য যুক্তরাষ্ট্রের শরণার্থী ব্যবস্থা মূলত বন্ধই থাকবে। তবে নির্ধারিত ৭ হাজার ৫০০ জনের বেশির ভাগ স্থান বরাদ্দ করা হবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ অভিবাসীদের জন্য।

নথিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের ‘নির্বাহী আদেশ ১৪২০৪ অনুযায়ী, প্রবেশসংখ্যা প্রধানত দক্ষিণ আফ্রিকান শ্বেতাঙ্গদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নিজ নিজ দেশে বেআইনি বা অন্যায্য বৈষম্যের শিকার অন্য গোষ্ঠীর সদস্যরাও এতে অন্তর্ভুক্ত হতে পারেন। যারা আফ্রিকানার জনগোষ্ঠী হিসেবে পরিচিত।

এটি বাইডেন প্রশাসনের সময় নির্ধারিত ১ লাখ ২৫ হাজারের তুলনায় প্রায় ৯৪ শতাংশ কম। মানবিক উদ্বেগ ও জাতীয় স্বার্থেই মূলত শরণার্থী প্রবেশের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর