শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

যুদ্ধবিরতির পরও গাজায় দেড় হাজারের বেশি ভবন ধ্বসায় ইসরায়েল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েল দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে। গাজার সাম্প্রতিক স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বিবিসি ভেরিফাই।

প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোয় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ৮ নভেম্বর তোলা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, এক মাসেরও কম সময়ের মধ্যে পুরো পাড়া মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ভবন বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে।

বিবিসি ভেরিফাই জানিয়েছে, গাজার কিছু এলাকার স্যাটেলাইট ছবি তারা সংগ্রহ করতে পারেনি। ফলে প্রকৃত ধ্বংসের পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞের মতে, যুদ্ধবিরতির মধ্যেও এমন ধ্বংসযজ্ঞ চালানো যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের সামিল।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন, তারা ‘যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই’ কাজ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুর্শিদাবাদে আজ 'বাবরি মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপন
মুর্শিদাবাদে আজ 'বাবরি মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপন
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
‘ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ জরুরি’
‘ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ জরুরি’
পশ্চিম তীরের পাঁচটি ঐতিহাসিক নিদর্শন জব্দ করল ইসরাইল
পশ্চিম তীরের পাঁচটি ঐতিহাসিক নিদর্শন জব্দ করল ইসরাইল