মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৮০০ জনকে নিয়োগ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০১:০৬ পিএম

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ৮০০ নার্স নেবে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পদের নাম: সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা: ৮০০টি

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক হতে হবে)।

শর্তাবলি: আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনের সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল); স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল); আবেদন ফি জমার ব্যাংক রশিদের কপি এবং মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।

আবেদনের সময় প্রদত্ত ট্র্যাকিং নম্বর এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট করাসহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সব তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকেই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর আবেদন ফি: ৫০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই https://www.bmu.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দিচ্ছে ন্যাশনাল প্লাষ্টিক
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দিচ্ছে ন্যাশনাল প্লাষ্টিক
মেঘনা গ্রুপে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ
মেঘনা গ্রুপে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ
বাংলাদেশ কৃষি ব্যাংকে বিশাল নিয়োগ
বাংলাদেশ কৃষি ব্যাংকে বিশাল নিয়োগ
১২৮৯ জনকে নিয়োগ দেবে কৃষি ব্যাংক, চলছে আবেদন
১২৮৯ জনকে নিয়োগ দেবে কৃষি ব্যাংক, চলছে আবেদন