মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এবার সরাসরি নিয়োগ পুলিশের এএসআই পদে 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

বাংলাদেশ পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পরই প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়। এরপর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে পুলিশ সদরদপ্তর।

চার হাজার পদের মধ্যে দুই হাজার এএসআই নিয়োগ পাবেন সরাসরি; বাকি দুই হাজার পদে কনস্টেবল থেকে পদোন্নতি দেওয়া হবে। নতুন জনবল নিয়োগ প্রস্তাবে এএসআই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস রাখার কথা বলা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কর্মপরিকল্পনা ছাড়া এভাবে এএসআই নিয়োগ হলে এসআই পদোন্নতিতে জটিলতা বাড়বে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রথমে আট হাজার এএসআই পদ সৃষ্টির অনুমোদন দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্যয়ের বিষয়টি বিবেচনা করে অর্থ বিভাগ চার হাজার পদের অনুমোদন দিয়েছে। এই চার হাজার এএসআই নিয়োগ সম্পন্ন হলে পুলিশ বাহিনীতে বছরে ১৩৫ কোটি ৭১ লাখ ৯৩ হাজার টাকা খরচ বাড়বে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

বর্তমান নিয়মে একজন এএসআই চার বছর পর এসআই পদে পদোন্নতি পাচ্ছেন। আর কনস্টেবল এএসআই পদে পদোন্নতি পাচ্ছেন ছয় বছর পর।

এসআইর অধিকাংশ শূন্য পদে সরাসরি নিয়োগ হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা ডিগ্রি পাস। বাকি অধিকাংশ পদে এএসআইয়ে নিয়োগপ্রাপ্ত বেশির ভাগ কর্মকর্তা চার বছর পর এসআইর শূন্য পদে যথাসময়ে পদোন্নতি পাবেন না। কারণ, এএসআই পদ বাড়লেও এসআই পদ বাড়ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এএসআই ও কনস্টেবল সমকালকে বলেন, এএসআইর পদ সংখ্যা বাড়ানোর সঙ্গে এসআই পদের সংখ্যাও বাড়ানো দরকার।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, কনস্টেবল, এএসআই ও এসআই পদের জন্য একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে।

পরিকল্পনা ছাড়া নতুন পদ সৃষ্টি করা হলে ভবিষ্যতে জটিলতা বাড়বে। কারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যথাযথ পদ ছাড়া দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি আরও বলেন, পুলিশের এই নিয়োগে যদি রাজনৈতিক বিবেচনা, নিজেদের পছন্দ ও দুর্নীতি না হয়, তাহলে ভালো হবে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মুহাম্মদ নুরুল হুদা বলেন, একজন এএসআই ও এসআইর অধীনে কতজন কনস্টেবল থাকবেন, সেটি স্টেশনের ওপর নির্ভর করে। যেমন– মতিঝিল স্টেশনে যত কনস্টেবল থাকবেন, সাধারণ একটি জেলা বা থানা স্টেশনে তত থাকবেন না। এ জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। পুলিশের নতুন পদ সৃষ্টির আগে এ বিষয়ে নির্দিষ্ট নিয়ম কার্যকর করা দরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দিচ্ছে ন্যাশনাল প্লাষ্টিক
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দিচ্ছে ন্যাশনাল প্লাষ্টিক
মেঘনা গ্রুপে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ
মেঘনা গ্রুপে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ
বাংলাদেশ কৃষি ব্যাংকে বিশাল নিয়োগ
বাংলাদেশ কৃষি ব্যাংকে বিশাল নিয়োগ
১২৮৯ জনকে নিয়োগ দেবে কৃষি ব্যাংক, চলছে আবেদন
১২৮৯ জনকে নিয়োগ দেবে কৃষি ব্যাংক, চলছে আবেদন