
		প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৬৩টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে ৬৩ জন লোক নিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, গুনতে হবে পৃথক ফি। তবে একই দিনে পরীক্ষা পড়লে একটিতেই অংশ নেওয়া যাবে। আবেদনকারীকে অবশ্যই প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে হবে।
বয়স: আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
পদের নাম ও বিবরণ
১. প্রদর্শক (জীববিজ্ঞান)
২. সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)
৩. জুনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা)
৪. জুনিয়র শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা)
৫. জুনিয়র শিক্ষক
আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫ টা পর্যন্ত। আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদন ফি ক্রমিক নং ১–২–এ বর্ণিত পদের জন্য ২০০ টাকা এবং ক্রমিক নং ৩–৫ নম্বর পদের জন্য ১৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এর সঙ্গে অনলাইন সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
ফি শুধু টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দেওয়া যাবে।
আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন