
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ‘রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড’ (আরপিসিএল) এর আওতাধীন নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪টি পদে ৪১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নিয়মিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বাড়তি সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যপন্ত।
চাকরির বিবরণ
১. পদ: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইনভেস্টিগেশন) পদসংখ্যা: ১ গ্রেড: ১০ বেতন: ৪০,০০০ ও সঙ্গে বাসাভাড়া, ট্রান্সপোর্ট, মেডিকেলসহ নানা সুবিধা। প্রার্থীর বয়স: ৩৫-৪৫ বছর (১৯ আগস্ট ২০২৫ তারিখে)
২. পদ: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি) পদসংখ্যা: ২টি গ্রেড: ১০ বেতন: ৪০,০০০ ও সঙ্গে বাসাভাড়া, ট্রান্সপোর্ট, মেডিকেলসহ নানা সুবিধা প্রার্থীর বয়স: ৩৫-৪৮ বছর (১৯ আগস্ট ২০২৫ তারিখে)
৩. পদ: সিকিউরিটি সুপারভাইজার পদসংখ্যা: ৮টি গ্রেড: ১৪ বেতন: ২৩,০০০ ও সঙ্গে বাসাভাড়া, ট্রান্সপোর্ট, মেডিকেলসহ নানা সুবিধা প্রার্থীর বয়স: ৩৫-৪৫ বছর (১৯ আগস্ট ২০২৫ তারিখে)
৪. পদ: সিকিউরিটি গার্ড পদসংখ্যা: ৩০টি গ্রেড: ১৮ বেতন: ১৫,৫০০ ও সঙ্গে বাসাভাড়া, ট্রান্সপোর্ট, মেডিকেলসহ নানা সুবিধা প্রার্থীর বয়স: ১৮-৩০ বছর (১৯ আগস্ট ২০২৫ তারিখে)
বিস্তারিত জানতে ও আবেদনপত্র সংগ্রহ করতে আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট বা https://rnpl.com.bd/media/downloads/RNPL_Career_Opportunity_1Y4yi9z.pdf এই লিংকে দেখতে পারেন।
আবেদন ফি— আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) অনুকূলে ১ ও ২ নম্বর পদের জন্য ৫০০ এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ২০০ টাকার পে-অর্ডার করতে হবে । টাকা জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— ম্যানেজিং ডিরেক্টর, আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল), এশিয়ান টাওয়ার (লেভেল ১০), হাউজ # ৫২, রোড # ২১, নিকুঞ্জ # ২, ঢাকা-১২২৯ ঠিকানায় আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন।
মন্তব্য করুন