
		চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারের এই মন্ত্রনালয়ের অধীনে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) সহকারী পরিচালক (বেসামরিক) পদে ২৫ জনকে নিয়োগ দেবে। ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পদের নাম: সহকারী পরিচালক (এডি)
পদসংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি;
বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি;
বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড ও বেতন স্কেল: নবম গ্রেড (২২০০০-৫৩০৬০ টাকা)
বয়সসীমা: ২০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা (অফেরতযোগ্য) ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আর আবেদনপত্র পূরণের শেষ তারিখ ২০ অক্টোবর, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। গত ১৭ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মন্তব্য করুন