
		নিজস্ব প্রতিবেদক: এবার দুদকের মামলায় ফাঁসলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রমাণ মিলেছে প্রায় দেড়শ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৬৬৫ কোটি টাকার অবৈধ লেনদেনের।
একই ধরনের আলাদা অভিযোগে নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। রাজনীতিবিদ-আমলাদের দ্বৈত নাগরিকত্বের খোঁজও চলছে বলে জানিয়েছে দুদক।প্রতি নিয়োগে ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নিতেন আনিসুল হক। এর বাইরেও নানা নানা অভিযোগ সাবেক এই আইনমন্ত্রী বিরুদ্ধে।দুদকের অনুসন্ধানে উঠে এসেছে ১৪৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ আছে আনিসুল হকের।২৯ ব্যাংক হিসাবে ৬৬৫ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্যও এখন দুদকের হাতে। দুর্নীতি অনুসন্ধানের সময় ২৪ মন্ত্রী-এমপির দ্বৈত নাগরিকত্বের খবর ফাঁস হলে এনিয়ে বিস্তারিত তদন্তে চলছে বলেও জানায় দুদক।নটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও তার স্ত্রীও এখন দুদকের মামলার জালেভ । তাদের বিরুদ্ধে ২ কোটি ২৭ লাখ অর্থমূল্যে অবৈধ সম্পদ ও ২৯ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে।
মন্তব্য করুন