
		নিজস্ব প্রতিবেদক: গত বছরে ৫ অগাস্ট রাজধানীর চাঁনখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে ছাত্র-জনতার উপর গুলি করা পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসময় তাকে মামলায় গ্রেফতার দেখানো আবেদন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। সেই সাথে আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুজন হোসেনকে ছাত্র-জনতার ওপর গুলি করার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
মন্তব্য করুন