
		অনলাইন ডেস্ক: জুলাই আগস্ট গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌসুলির পরামর্শক টবি ক্যাডম্যান। সোমবার (২৭ জানুয়ারি) সাংবাদিকদের তিনি একথা জানান। টবি ক্যাডম্যান বলেন, দায়মুক্তি নাকি ন্যায়বিচারের পক্ষে থাকবে সেটি ভারতের সিদ্ধান্ত। এদিন জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের দায়ে ছয় পুলিশ কর্মকর্তা ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে টুাইব্যুনাল। এ সংক্রান্ত বিষয়ে প্রসিকিউশনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তবে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন।
মন্তব্য করুন