মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গণহত্যা মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০১:৫১ পিএম

নিজস্ব সংবাদদাতা: ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানায় অভিযানে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৩ জনকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন শুনানিতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইবুনাল। এছাড়া ট্রাইব্যুনালের কার্যক্রমে গতি বাড়াদে জনবল বাড়ানোর তাগিদও দেন আদালত। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে ও বিরোধী পক্ষকে দমনে ক্রসফায়ারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিগত ফ্যাসিস্ট সরকার। পরে বিতর্কের মুখে পদ্ধতি পরিবর্তন করে, একের পর এক জঙ্গি নাটক মঞ্চস্ত করা হয়। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই অভিযোগে, সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয় তৎকালীন পুলিশের আইজি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৩ জনকে। শুনানি শেষে আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই দিন, রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমারসহ ২ জন ও মিরপুরে গণহত্যার অভিযোগে এসি এস এম ময়নুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রামপুরার হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে ও মিরপুরের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন তিন মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন আদালত। সিংক :শুনানিতে, জুলাই গণঅভ্যুত্থানের মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইবুনাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ