
		নিজস্ব সংবাদদাতা: সিন্ডিকেট গড়ে নানা অনিয়ম-দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে সিআইডিকে নিজের তালুকে পরিণত করেছিলেন সংস্থাটির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া। এই সিন্ডিকেটের খোঁজে তথ্য-উপাত্ত পেতে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। এদিকে, সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত মোহাম্মদ আলী মিয়া। পটপরিবর্তনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। দুই বছর সিআইডি প্রধান থাকাকালে তিনি কোনো নিয়ম নীতিকেই পরোয়া করেননি। মামলা রুজু, অভিযান, তদন্তের সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি সবকিছুই নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন। এবার এই সিন্ডিকেটের বিপুল বিত্ত বৈভবের সন্ধানে সিআইডি সদর দফতরসহ বিভিন্ন স্থানে চিঠি দিয়েছে দুদক। এদিকে, মাদারীপুর-১ আসনের সাবেক এমপি নূর-ই আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন অভিযোগ আনা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশে দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করতে দুদক তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন